You dont have javascript enabled! Please enable it! 1971.10.12 | শশা গ্রাম গণহত্যা (মুক্তাগাছা, ময়মনসিংহ) - সংগ্রামের নোটবুক

শশা গ্রাম গণহত্যা (মুক্তাগাছা, ময়মনসিংহ)

শশা গ্রাম গণহত্যা (মুক্তাগাছা, ময়মনসিংহ) সংঘটিত হয় ১২ই অক্টোবর। এতে অনেক লোক প্রাণ হারান।
মুক্তাগাছা উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তরে তারাটী ইউনিয়নে শশা গ্রাম অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় গ্রামটি ছিল হিন্দু অধ্যুষিত। ১২ই অক্টোবর হানাদাররা এখানে গণহত্যা চালায়। এতে অনেক নিরীহ লোক প্রাণ হারান। তাদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- অভিমন্যু দাস এডভোকেট (পিতা রাজচন্দ্র দাস), ডা. সুপ্রিয় চন্দ্র দাস (পিতা অভিমন্যু দাস এডভোকেট), পূর্ণচন্দ্র দেব (পিতা জয়চন্দ্র দেব), চন্দন কুমার দেব (পিতা ভূপেন্দ্র কুমার দেব), মহিম চন্দ্র সাহা (পিতা রসিক চন্দ্র সাহা), রমেশ চন্দ্র সাহা (পিতা রসিক চন্দ্র সাহা), চিত্তরঞ্জন নন্দী (পিতা রমণী রঞ্জন নন্দী), হরিপদ চন্দ্র হংস (পিতা হরেন্দ্র চন্দ্র হংস), অবনীকান্ত আচার্য ওরফে অবনী ঠাকুর (পিতা যোগেশ চন্দ্ৰ আচার্য), যোগেশ চন্দ্র আচার্য (পিতা উমেশ চন্দ্র আচার্য), মনোরঞ্জন দেব (পিতা জ্ঞানেন্দ্র রঞ্জন দেব), বসা চন্দ্র বন্দ (পিতা জিতেন্দ্র চন্দ্র বন্দ), জিতেন্দ্র চন্দ্ৰ বন্দ (পিতা কাশীনাথ চন্দ্ৰ বন্দ), গোবিন্দ চন্দ্র সাহা (পিতা জগত কুমার সাহা), প্রেমদা সুন্দরী সাহা (স্বামী বসন্ত কুমার সাহা), মকবুল হোসেন (পিতা জয়েন উদ্দিন), আন্নেছ আলী (পিতা হাতেম আলী) ও ছয়রন বেগম (স্বামী বগু শেখ)। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড