You dont have javascript enabled! Please enable it! শহীদ স্মৃতি সংগ্রহশালা (রাজশাহী সদর) - সংগ্রামের নোটবুক

শহীদ স্মৃতি সংগ্রহশালা (রাজশাহী সদর)

শহীদ স্মৃতি সংগ্রহশালা (রাজশাহী সদর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্তরে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত। এটি দেশের প্রথম শহীদ স্মৃতি সংগ্রহশালা। ১৯৭৬ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবুল ফজল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখানে ৩টি গ্যালারি আছে। মোট আয়তন ৬৬০০ বর্গ ফুট। এ স্মৃতি সংগ্রহশালায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের অসংখ্য স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। সংগৃহীত সামগ্রীর মধ্যে আছে পাকিস্তানি সৈন্যদের নৃশংসতার আলোকচিত্র, শহীদদের প্রতিকৃতি, যুদ্ধের ছবি, শহীদদের পোশাক ও ব্যবহার্য জিনিসপত্র। শহীদ স্মৃতি সংগ্রহশালার গ্রন্থাগারে প্রায় ৫০০০ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ সংগ্রহ করা হয়েছে। সংগ্রহশালার সম্মুখ দেয়ালে রয়েছে শিল্পী ফনি রায়ের মুক্তিযুদ্ধভিত্তিক ম্যুরাল। [মো. মাহবুবর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড