You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৮নং গার্ড রেজিমেন্টের শহীদ কর্মকর্তা শমসের সিং সামরা

শমসের সিং সামরা, মহাবীর চক্র (১৯৪৫-১৯৭১) ভারতীয় সেনাবাহিনীর ৮নং গার্ড রেজিমেন্টের শহীদ কর্মকর্তা। তিনি ১৯৪৫ সালের ১০ই জুন অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর (বর্তমানে তার্ন তারান) জেলার পাখোকে গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিমলার ডি এ ভি পাবলিক স্কুল থেকে শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে শমসের সিং সামরা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ৮নং গার্ড রেজিমেন্টের প্ল্যাটুন অধিনায়ক হিসেবে নিয়োজিত সেকেন্ড লেফটেন্যান্ট শমসের সিং সামরা দিনাজপুর জেলার হিলিতে অবস্থান করছিলেন। ৩রা ডিসেম্বর তাঁর রেজিমেন্ট পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত ঘাঁটি হিলিতে আক্রমণ রচনা করে। শত্রুর প্রবল গুলির মধ্যে শমসের সিং সম্মুখে অগ্রসর হয়ে একটি মেশিনগান পোস্ট ধ্বংস করেন। তাঁর সহযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর এই বীরত্বপূর্ণ কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন। মেশিনগান পোস্ট ধ্বংস করার সময় তরুণ শমসের সিং গুলিবিদ্ধ হন এবং তিনি শাহাদত বরণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেকেন্ড লেফটেন্যান্ট শমসের সিং সামরার বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার কর্তৃক তাঁকে ‘মহাবীর চক্র’ (মরণোত্তর) খেতাব প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে তাঁর জীবন উৎসর্গ ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট শমসের সিং সামরা- কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!