শঙ্খনদী ব্রিজ বধ্যভূমি (চন্দনাইশ, চট্টগ্রাম)
শঙ্খনদী ব্রিজ বধ্যভূমি (চন্দনাইশ, চট্টগ্রাম) চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত দোহাজারী ইউনিয়নে অবস্থিত। ২২শে এপ্রিলের পর এ ব্রিজের পূর্বপাশে পাকসেনা ও বিহারিদের দ্বারা বাঙালি নিধন শুরু হয়।
সাতকানিয়ার বাজালিয়াস্থ বোমাং হাট ও ধোপাছড়ির দিক থেকে কাঠ বোঝাই ও কাঁচা তরি-তরকারি ভর্তি নৌকা (গদুনৌকা) দোহাজারী ব্রিজের নিচ দিয়ে খোদার হাটে যেত। ২২শে এপ্রিল পাকবাহিনী দোহাজারী এলাকা দখল করার পর থেকে এ ব্রিজের নিচ দিয়ে এ ধরনের নৌকার যাতায়াত বাধাগ্রস্ত হয়। খোদার হাটে যাওয়ার উদ্দেশ্যে ব্রিজের পূর্বপাশে নৌকা এলেই ব্রিজের ওপরে পাহারারত পাকসেনা ও বিহারিরা গুলি করে নৌকার লোকজনদের হত্যা করত। এভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে শতাধিক লোককে হত্যা করা হয়। তাদের মধ্যে আগস্ট মাসে ৩টি নৌকায় ১০ জন, সেপ্টেম্বর মাসে ৪টি নৌকায় ১১ জন, অক্টোবর মাসে ৩টি নৌকায় ৪ জন এবং নভেম্বর মাসে ৫টি নৌকায় ১৩ জনকে হত্যা করা হয়। এছাড়া, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বোমাং হাট থেকে আসা শুঁটকি ও কাঁচা তরি-তরকারি ভর্তি একটি নৌকায় গুলি করে নৌকার ৫ জনের মধ্যে ৩ জনকে হত্যা করা হয়। অপর দুজন গুলিবিদ্ধ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে কূলে উঠতে সক্ষম হন। নিহত ৩ জন ছিলেন সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ভোরবাজার এলাকার বাসিন্দা। গুলিতে সৃষ্ট ছিদ্র দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যায়। ফলে এতে নিহত ৩ জনের লাশ পানিতে ভেসে যায়। [শামসুল আরেফীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড