লোহার ব্রিজ বধ্যভূমি (ঠাকুরগাঁও সদর)
লোহার ব্রিজ বধ্যভূমি (ঠাকুরগাঁও সদর) ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত। এখানে বিভিন্ন সময়ে লোকজনকে ধরে এনে হত্যা করে মাটিচাপা দেয়া হতো। ঠাকুরগাঁও শহর তখন টাঙ্গন নদের পূর্ব ও দক্ষিণ প্রান্তে বিস্তৃত ছিল। শহরের নিকটবর্তী ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ওপর একটি লোহার ব্রিজ ছিল। লোহার ব্রিজ সংলগ্ন স্থানটি ছিল নির্জন এবং জঙ্গলাকীর্ণ। পাকবাহিনী যাদের বিভিন্ন স্থান থেকে ধরে আনত, তাদের এ নির্জন স্থানে হত্যা করে মাটিচাপা দিত। তারা স্থানটিকে বধ্যভূমি হিসেবে ব্যবহার করত। সকলের কাছে এ বধ্যভূমি ভীষণ আতঙ্ক ও ভীতিকর স্থান হিসেবে পরিচিত ছিল। এখানে পাকবাহিনী কেবল ২৪শে মে টাঙ্গন নদের পাড় গণহত্যার দিন ১৫ জন নিরীহ মানুষকে হত্যা করে। অন্যান্য দিন তারা আরো প্রায় ৩০ জনকে এখানে হত্যা করে। চারদিকে পাকা দেয়াল দিয়ে এ বধ্যভূমিটি সংরক্ষণ করা হয়েছে। এখানে শহীদদের নামফলকও রয়েছে। [মনতোষ কুমার দে]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড