লালোর বাজার গণহত্যা (সিংড়া, নাটোর)
লালোর বাজার গণহত্যা (সিংড়া, নাটোর) সংঘটিত হয় আগস্ট মাসে। ২৪ জন নিরীহ মানুষ এ গণহত্যার শিকার হন। পাকিস্তানি হানাদার বাহিনী সিংড়া থানার লালোর বাজার এসে ২৪ জন নিরীহ মানুষকে ধরেন। সে-সময় লালোর বাজারে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দোকান খুলে বসেছিলেন। অতর্কিতে পাকিস্তানিদের আগমনে তিনি দোকান ফেলে পালাতে না পেরে হানাদারদের হাতে ধরা পড়েন। সবাইকে সারিবদ্ধ করে দাঁড় করানো হয়। হঠাৎ উক্ত হোমিও চিকিৎসক নিজেকে অন্ধ বললে হানাদাররা হত্যার উদ্দেশ্যে দাঁড় করানো লোকদের সারি থেকে লাথি মেরে তাকে ফেলে দেয়। তারপর মেশিনগান দিয়ে গুলি করে ২৪ জনকে তারা হত্যা করে। বিভিন্ন অঞ্চল থেকে জীবন রক্ষার জন্য এসে এখানে আশ্রয় নেয়ায় নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। [সুমা কর্মকার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড