লাহিড়ী মোহনপুর গণহত্যা (উল্লাপাড়া, সিরাজগঞ্জ)
লাহিড়ী মোহনপুর গণহত্যা (উল্লাপাড়া, সিরাজগঞ্জ) সংঘটিত হয় জুন মাসের প্রথম সপ্তাহে। ঘটনার দিন পাকবাহিনী লাহিড়ী মোহনপুরের ২৪ জনকে ধরে নিয়ে পাশের দহকুলা নদীর চরে গুলি করে হত্যা করে। এখানে নিহত ১৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নিতাই ঠাকুর, প্রভাত ঠাকুর, রাস বিহারী কুণ্ডু, শচিন কুণ্ডু, ন্যাপাল কুণ্ডু, বিভূতি কুণ্ডু, গোলাপ শীল, হিরু শীল, মংলা শীল, গণেশ শীল, নিতাই সাহা, বিমল বাগচি ও হারান সরকার। এর আগে মে মাসে স্থানীয় রাজাকার স্বাধীনতাবিরোধীদের সহযোগিতায় পাকবাহিনী উল্লাপাড়ার বাখুঁয়া গ্রামের ৫ জন, উল্লাপাড়া মাতৃসদনের পাশে ৫ জন এবং পাট বন্দরে করতোয়া খালের পাশে ৬-৭ জনকে গুলি করে হত্যা করে। পাট বন্দরে নিহতদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা জয়দেব সাহা, মুক্তিযুদ্ধের সংগঠক ধরইল গ্রামের ধীরেন সূত্রধর ও ভেংড়ী গ্রামের ফুটবলার অরুণ সরকার। [কল্যাণ ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড