লালদহ বিল গণহত্যা (ঘোড়াঘাট, দিনাজপুর)
লালদহ বিল গণহত্যা (ঘোড়াঘাট, দিনাজপুর) সংঘটিত হয় এপ্রিল-মে মাসের দিকে। এতে অন্তত ৩০০ জন সাধারণ মানুষ নিহত হয়।
পাকসেনা, রাজাকার ও অবাঙালিরা লালদহ বিল গণহত্যায় অংশগ্রহণ করে। তারা হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে। ঘোড়াঘাট উপজেলার পূর্ব ও পূর্ব-দক্ষিণ কোল ঘেঁষে সুবিখ্যাত কান্দিয়ার হাট। এ হাট থেকে অন্তত ১০০ জন হাটুরেকে ধরে নিয়ে লালদহের বিলে হত্যা করা হয়। অনুরূপ আরেকটি হাট কাশিয়াবাড়ি হাট। সাপ্তাহিক হাট হিসেবে গ্রামের অজস্র মানুষ এ হাটে আসত। এ হাট থেকে অন্তত ২০০ জন হাটুরেকে ধরে নিয়ে লালদহের বিলে হত্যা করা হয়। নিহতদের মধ্যে এলাকার অনেক গণ্যমান্য ও প্রভাবশালী ব্যক্তির নাম জানা যায়। তন্মধ্যে আব্দুর রশিদ চৌধুরী (গোপালপুর), মাসুম চৌধুরী (কান্দিয়া), ওসমান চৌধুরী (হিজলগাড়ি), মফিজ উদ্দিন (সৈয়দখান বাজার), দাউদ (বালুগ্রাম), আব্দুল জলিল (বালুগ্রাম) প্রমুখের নাম উল্লেখযোগ্য। এরা সকলেই ঘোড়াঘাট উপজেলার অধিবাসী ছিলেন। নিহতদের এখানেই গণকবর দেয়া হয়। [মো. ওসমান গনী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড