You dont have javascript enabled! Please enable it!

লাঙ্গলমোড়া গণহত্যা (ছাগলনাইয়া, ফেনী)

লাঙ্গলমোড়া গণহত্যা (ছাগলনাইয়া, ফেনী) সংঘটিত হয় ২৮শে জুন। এদিন পাকবাহিনী ৫ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।
লাঙ্গলমোড়া গ্রামটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত। ২৮শে জুন ছাগলনাইয়া শান্তি কমিটির প্রধান আবু তাহের ভূঞার প্রত্যক্ষ সহযোগিতায় পাকবাহিনী নিজকুনজরা ও আলোকদিয়া গ্রামের গণহত্যার পর লাঙ্গলমোড়া গ্রামে প্রবেশ করে। এদিন তারা এ গ্রামে হানা দিয়ে ৮ জন গ্রামবাসীকে ধরে সাতানিপাড়ার সিডর ক্যাম্পে নিয়ে যায়। অতঃপর ৫ জনকে পার্শ্ববর্তী ফেনী নদীর সংযোগ খালের পাশে নিয়ে গুলি করে হত্যা করে। লাঙ্গলমোড়া গণহত্যায় যারা শহীদ হন, তারা হলেন- রুহুল আমিন (পিতা মতি মিয়া), মোহাম্মদ হেনজু (পিতা মতি মিয়া), ওহিদুর রহমান (পিতা আবদুল মালেক), কামাল উদ্দিন (পিতা বেচু মিয়া) ও আবুদল মান্নান (পিতা বেচু মিয়া)। প্রথম ৩ শহীদকে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের পারিবারিক কবরস্থানে এবং অপর দুই শহীদকে নিজকুনজরা সাতানিয়াপাড়া বীর মুক্তিযোদ্ধা নূরনবী চৌধুরীর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ঘরবাড়িতেও অগ্নিসংযোগ করে। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!