You dont have javascript enabled! Please enable it!

লাজাফ পেট্রোল পাম্প অপারেশন (চট্টগ্রাম)

লাজাফ পেট্রোল পাম্প অপারেশন (চট্টগ্রাম) পরিচালিত হয় সেপ্টেম্বর মাসের শেষদিকে। চট্টগ্রাম শহরের জামাল খান রোডের উত্তরকোণো খাস্তগীর স্কুলের সামনে অবস্থিত এ পেট্রোল পাম্প থেকে পাকবাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ করা ছিল এ অপারেশনের লক্ষ্য। গেরিলা যোদ্ধা জিন্নাহ, জাকারিয়া, সলিম উল্লাহ, জন জোসেফ বারই ও ফিরোজ এ অপারেশনে অংশ নেন। অপারেশনের পূর্বে তাঁরা একাধিকবার রেকি করে অপারেশন পরিকল্পনা তৈরি করেন।
অপারেশনের দিন ভোরবেলা জ্বালানি নেয়ার ভান করে মুক্তিযোদ্ধারা গাড়িসহ পাম্পে প্রবেশ করেন। তারপর তাঁরা অস্ত্রের মুখে পাম্পের কর্মচারীদের জিম্মি করে রিজার্ভ ট্যাংকের মুখ, অফিস কক্ষ ও সার্ভিসিং সেন্টারসহ সর্বত্র পেট্রোল ছড়িয়ে দেন এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিস্ফোরক স্থাপন করেন। যথাসময়ে বিস্ফোরণ ঘটে এবং পাম্পে আগুন ধরে যায়। ফলে পুরো পাম্প আগুন ও বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায়। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত পাম্পের মালিক মুক্তিযোদ্ধাদের ভয়ে পাম্পটি আর চালু করেননি। এর ফলে পাকবাহিনীর চলাচলের জন্য অপরিহার্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা সাঙ্ঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। [সাখাওয়াত হোসেন মজনু]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!