You dont have javascript enabled! Please enable it! 1971.04.27 | লামুক্তা গণহত্যা (হালুয়াঘাট, ময়মনসিংহ) - সংগ্রামের নোটবুক

লামুক্তা গণহত্যা (হালুয়াঘাট, ময়মনসিংহ)

লামুক্তা গণহত্যা (হালুয়াঘাট, ময়মনসিংহ) সংঘটিত হয় ২৭শে এপ্রিল। এতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকারদের হাতে লামুক্তা গ্রামের ৮ জনসহ ১৪ জন গ্রামবাসী নির্মম গণহত্যার শিকার হন। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের একটি গ্রাম লামুক্তা। এ গ্রামটি হালুয়াঘাট উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। পাকবাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকারদের সহযোগিতায় ২৭শে এপ্রিল গণহত্যা চালিয়ে লামুক্তা গ্রামের ৮ জনসহ ১৪ জন নিরীহ-নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করে। এদিন গণহত্যায় শহীদরা হলেন- কুমেদ আলী (পিতা বাবর আলী, লামুক্তা), হামেদ আলী (পিতা খোশমামুদ, লামুক্তা), হাফেজ আলী (পিতা খোশমামুদ, লামুক্তা), নূরুল ইসলাম (পিতা জহর আলী, বালুয়াকান্দা), মহর আলী আকন্দ (লামুক্তা), তাহের আলী (লামুক্তা), আবদুস ছামাদ মুন্সি ওরফে হেকিম মুন্সি (লামুক্তা), আবদুছ ছামাদ ওরফে রাঙা (পিতা আবদুল মজিদ, লামুক্তা), উমেদ আলী (ঝলমলিয়া), জজ মিয়া (পিতা আমির খাঁ কুড়া), সিরাজ মিয়া (বাঘাইতলা), গিয়াসুদ্দীন (ইসলামপুর), আমান আলী (খিলাভূঁই) ও রুহুল আমিন (পিতা উমেদ আলী সরকার, ছোটদাস পাড়া)। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড