লাম্বুরহাট রাজাকার অপারেশন (রাউজান, চট্টগ্রাম)
লাম্বুরহাট রাজাকার অপারেশন (রাউজান, চট্টগ্রাম) পরিচালিত হয় অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ক্যাপ্টেন করিমের নেতৃত্বে। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা সদর থেকে ২১ মাইল দক্ষিণে লাম্বুর হাটের অবস্থান। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এ এলাকাটি ছিল অত্যন্ত বর্ধিষ্ণু। ব্রিটিশ আমলে এখানে শুল্ক স্টেশন ও ফৌজদারি আদালত ছিল। এ আদালতের বিচারকের নাম অনুসারে এখানকার নাম হয় লাম্বুরহাট। প্রতি রবিবার ও বুধবার এখানে একটি হাট বসত। এ এলাকায় রাজাকারদের কোনো স্থায়ী ক্যাম্প ছিল না। কিন্তু নোয়াপাড়া ও ইমাম গাজ্জালী ক্যাম্প থেকে রাজাকাররা মাঝে-মধ্যে এসে বাজারে হামলা করত। তাদের এই হামলা বন্ধ করার জন্য অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এক হাটবারের দিন ক্যাপ্টেন করিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ করেন। এতে একজন রাজাকার গুরুতর আহত হলে একটি রাইফেল ফেলে তারা পালিয়ে যায়। এ ঘটনার দুদিন পর পাকসেনারা লাম্বুরহাটে এসে কয়েকটি দোকানে অগ্নিসংযোগসহ বাজারের ব্যাপক ক্ষতিসাধন করে। [আহমেদ আমিন চৌধুরী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড