You dont have javascript enabled! Please enable it!

লস্করপুর ময়লাগাড়ি যুদ্ধ (পাবনা সদর)

লস্করপুর ময়লাগাড়ি যুদ্ধ (পাবনা সদর) ২৮শে মার্চ বিকেল থেকে পরদিন ভোর পর্যন্ত চলে। যুদ্ধ শেষে পলায়নপর পাকসেনারা প্রতিরোধযোদ্ধা ও জনতার হাতে ধরা পড়ে এবং গণপিটুনিতে সকলে নিহত হয়। এ-সময় ৫ জন প্রতিরোধযোদ্ধা শহীদ হন।
পাবনা শহর থেকে ৮-৯ কিলোমিটার পূর্বদিকে লস্করপুর ময়লাগাড়ির অবস্থান। রাজধানী ঢাকা থেকে এটিই ছিল পাবনা শহরের প্রবেশ পথ। পাকবাহিনীর ৪-৮ জন সদস্য এখানে রাস্তার ধারের একটি ছোট্ট দ্বিতল ভবনে চেকপোস্ট বসিয়ে মাঝারি ও হালকা মেশিনগানে সজ্জিত হয়ে অবস্থান করছিল। ২৮শে মার্চ পুলিশ লাইন্স যুদ্ধের কথা ছড়িয়ে পড়তেই মোজাহিত ক্লাব, মহেন্দ্রপুর, ফকিরপুরঘাট, শালগাড়িয়াসহ আশপাশের জনসাধারণ তীর-ধনুক, ফলা- সড়কি ইত্যাদি নিয়ে তাদের ঘেরাও করে রাখে। খবর পেয়ে বুলবুল, মুকু, একদল পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর কিছু সদস্য সেখানে ছুটে যান। বিকেল চারটা থেকে সমন্ত রাত্রি ধরে চলে যুদ্ধ। এ-যুদ্ধে ছাত্রনেতা শামসুল আলম বুলবুল, আবুল মহসিন বেগ মুকু, আমিরুল ইসলাম ফুনু, ইটভাটার শ্রমিক আফসারসহ ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। অবশেষে গোলাবারুদ ফুরিয়ে গেলে পালাতে গিয়ে পাকসেনারা প্রথমে জনসাধারণ কর্তৃক ধৃত ও পরে গণপিটুনিতে নিহত হয়। [মো. হাবিবুল্লাহ্]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!