You dont have javascript enabled! Please enable it! 1971.10.04 | লাউয়ারী গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ) - সংগ্রামের নোটবুক

লাউয়ারী গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ)

লাউয়ারী গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ) সংঘটিত হয় ৪ঠা অক্টোবর। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ছনধরা ইউনিয়নের লাউয়ারী গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের নির্বিচার গুলিতে এদিন অনেক লোক শহীদ হন।
সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ফুলপুর থানার ছনধরা-লাউয়ারী-রামসোনা রাস্তা দিয়ে অসংখ্য মানুষ আশ্রয় নিতে ভারতে যাচ্ছিল। কিন্ত তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় আবুল হোসেন (ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান ও শান্তি কমিটির সভাপতি), আজিম উদ্দিন (লাউয়ারী), আব্দুল হান্নান (ছনধরা) প্রমুখ স্থানীয় রাজাকার। এদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে শরণার্থীদের অনেকে লাউইয়ারীসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে আশ্রয় নেয়। ৪ঠা অক্টোবর পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে রামসোনা-লাউয়ারী-তালুকদানা যুদ্ধ- শুরু হলে পাকিস্তানিদের গুলিতে লাউয়ারী গ্রামের ও এ গ্রামে আশ্রিত মানুষদের অনেকে প্রাণ হারায়। নিহতদের অধিকাংশ বাইরের লোক হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে লাউয়ারী গ্রামের ৬ জন ও ছনধরা গ্রামের ১ জনের পরিচয় পাওয়া গেছে। লাউয়ারী গ্রামের নিহতরা হলেন— গোলাপ শেখ, মফিজ উদ্দিন, সিরাজ আলী, লাল মামুদ, বুইদ্দা শেখ ও মালিম উদ্দিন। ছনধরা গ্রামের নিহত ব্যক্তির নাম আকবর আলী। [আলী আহাম্মদ খান আইয়োব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড