You dont have javascript enabled! Please enable it!

লাউয়ারী গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ)

লাউয়ারী গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ) সংঘটিত হয় ৪ঠা অক্টোবর। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ছনধরা ইউনিয়নের লাউয়ারী গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের নির্বিচার গুলিতে এদিন অনেক লোক শহীদ হন।
সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ফুলপুর থানার ছনধরা-লাউয়ারী-রামসোনা রাস্তা দিয়ে অসংখ্য মানুষ আশ্রয় নিতে ভারতে যাচ্ছিল। কিন্ত তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় আবুল হোসেন (ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান ও শান্তি কমিটির সভাপতি), আজিম উদ্দিন (লাউয়ারী), আব্দুল হান্নান (ছনধরা) প্রমুখ স্থানীয় রাজাকার। এদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে শরণার্থীদের অনেকে লাউইয়ারীসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে আশ্রয় নেয়। ৪ঠা অক্টোবর পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে রামসোনা-লাউয়ারী-তালুকদানা যুদ্ধ- শুরু হলে পাকিস্তানিদের গুলিতে লাউয়ারী গ্রামের ও এ গ্রামে আশ্রিত মানুষদের অনেকে প্রাণ হারায়। নিহতদের অধিকাংশ বাইরের লোক হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে লাউয়ারী গ্রামের ৬ জন ও ছনধরা গ্রামের ১ জনের পরিচয় পাওয়া গেছে। লাউয়ারী গ্রামের নিহতরা হলেন— গোলাপ শেখ, মফিজ উদ্দিন, সিরাজ আলী, লাল মামুদ, বুইদ্দা শেখ ও মালিম উদ্দিন। ছনধরা গ্রামের নিহত ব্যক্তির নাম আকবর আলী। [আলী আহাম্মদ খান আইয়োব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!