লক্ষ্মীপুর বাজার যুদ্ধ (ফুলবাড়িয়া, ময়মনসিংহ)
লক্ষ্মীপুর বাজার যুদ্ধ (ফুলবাড়িয়া, ময়মনসিংহ) একটি বড় ঘটনা। এখানে বাবু মান্নান ও শেখ মোজাফফরের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা ১৩ই জুলাই পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। তাতে ২২ জন পাকসেনা নিহত হয়।
মুক্তিযোদ্ধারা গাড়ি চালক আজগর আলীর মারফত জানতে পারেন যে, পাকসেনারা ফুলবাড়িয়া থেকে গাড়িতে করে ময়মনসিংহের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে মুক্তিযোদ্ধারা রাস্তার বিভিন্ন দিক থেকে আগেই পাকবাহিনীকে আক্রমণ করার প্রস্তুতি নিতে থাকেন। যে মুহূর্তে পাকসেনারা লক্ষ্মীপুর বাজারের কাছে এসে পৌঁছে, তখনই মুক্তিসেনারা অতর্কিতে তাদের ওপর আক্রমণে ঝাঁপিয়ে পড়েন। সেদিন এখানে ২২ জন পাকহানাদার মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। পাকবাহিনীর ২ জন মাত্র সদস্য আহত ও রক্তাক্ত অবস্থায় লক্ষ্মীপুর বাজার যুদ্ধক্ষেত্র থেকে জীবিত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। লক্ষ্মীপুর বাজার যুদ্ধে যেসব মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন, তাঁরা হলেন- বাবু মান্নান (বাড়েরা), শেখ মোজাফ্ফর (নামাকাতলাসেন), এ কে ফজলুল হক, (গড়বাজাইল, মুক্তাগাছা), মোজাম্মেল হক (জামালপুর), হাবিবুর রহমান (চামার বাজাইল), ইউনুস আলী (পিয়ারপুর, জাগির গ্রাম), আবু সাইয়িদ (ভালুকা), আব্দুল মান্নান (কুমিল্লা), শামসুল হক (চক রাধা কানাই), গাহেব আলী (বালাসর), ইদ্রিস আলী (বরিশাল), গোলাম মোস্তফা (নয়নবাড়ি), খোরশেদ আলী প্রমুখ। [শফিকুল ইসলাম কাদির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড