রূপবান মুড়া বধ্যভূমি ও গণকবর (কুমিল্লা আদর্শ সদর)
রূপবান মুড়া বধ্যভূমি ও গণকবর (কুমিল্লা আদর্শ সদর) কুমিল্লার কোটবাড়ির পশ্চিমে ইপিআর ক্যাম্পের দক্ষিণে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু নিরপরাধ মানুষকে হত্যা করে গণকবর দেয়া হয়।
পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধকালে রূপবান মুড়া বধ্যভূমিতে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ধরে এনে হত্যা করে মাটিচাপা দেয়। স্বাধীনতার পর এ গণকবর থেকে প্রথম পর্যায়ে ১২০০-র মতো কঙ্কাল উদ্ধার করা হয়। নিহতদের অধিকাংশ ছিল সাধারণ নারী, পুরুষ ও শিশু। স্কুল-কলেজের অনেক ছাত্রকেও হত্যা করে এখানে ফেলে দেয়া হয়। দূর- দূরান্ত থেকে ধরে এনে হত্যা করা হতো। এ কারণে এখানে শহীদদের পরিচয় পাওয়া যায়নি। স্থানটি নির্জন বলে এ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এখানে কোনো স্মৃতিফলক কিংবা স্মৃতিস্তম্ভ নেই। [মামুন সিদ্দিকী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড