রূপসপুর গণহত্যা (শ্রীমঙ্গল, মৌলভীবাজার)
রূপসপুর গণহত্যা (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) সংঘটিত হয় ১লা ও ৩রা মে। এতে একই পরিবারের ৯ জন সদস্য শহীদ হন।
শ্রীমঙ্গল শহরের উত্তর-পশ্চিম দিকে রূপসপুর গ্রাম অবস্থিত হিন্দু অধ্যুষিত এ গ্রামের হোম চৌধুরী পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছিলেন। এজন্য এলাকার স্বাধীনতাবিরোধীরা তাদের ওপর ক্ষুব্ধ ছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় তারা ১লা মে এবং ৩রা মে এ পরিবারের ৯ জন সদস্যকে হত্যা করে। রূপসপুরের পাশ ঘেঁষে বয়ে চলা ভুরভুরিয়া ছড়ার পার্শ্ববর্তী বালুচরে (শুনগইড়) এবং সাধুবাবার গাছতলায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এদের হত্যা করা হয়। এখানে নিহতরা হলেন- সত্যেন্দ্র কুমার হোম চৌধুরী (পিতা সতীশ চন্দ্ৰ হোম চৌধুরী), ত্রিনয়নী হোম চৌধুরী (স্বামী সত্যেন্দ্র কুমার হোম চৌধুরী), দেবেন্দ্র কিশোর হোম চৌধুরী (পিতা কালী কিশোর হোম চৌধুরী), যতীন্দ্র কুমার হোম চৌধুরী (পিতা মতিলাল হোম চৌধুরী), সীতানাথ হোম চৌধুরী (পিতা বিপিন বিহারী হোম চৌধুরী), নলিনীকান্ত হোম চৌধুরী (পিতা নবীন চন্দ্ৰ হোম চৌধুরী), নরেন্দ্র চন্দ্র হোম চৌধুরী (পিতা নবীন চন্দ্ৰ হোম চৌধুরী), ইন্দ্র কুমার হোম চৌধুরী (পিতা ইশ্বর চন্দ্র হোম চৌধুরী) এবং জোসোমা দত্ত জোৎস্না (স্বামী রণধীর দত্ত চৌধুরী)। [চন্দনকৃষ্ণ পাল]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড