You dont have javascript enabled! Please enable it!

বীরাঙ্গনা নারী রেবা রাণী নাথ

রেবা রাণী নাথ মহান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত ও সংগ্রামী বীরাঙ্গনা নারী। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যেসব নারী তাঁদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিবরণ প্রকাশ করেছেন, রেবা রাণী তাঁদের একজন। রেবা রাণীর জন্ম খুলনা জেলার ডুমুরিয়া থানা সদরে। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী হিসেবে ভারতে যাবার পথে তিনি পাকিস্তানি হানাদার সৈন্যদের দ্বারা অপহৃত হন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি চুকনগর হয়ে পাথরঘাটার ওপর দিয়ে কলারোয়া সীমান্ত পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সাতক্ষীরা থেকে আসা পাকিস্তানি সৈন্যরা তাঁকে অপহরণ করে। তিনি-সহ আরো অন্তত ১৫ জন শরণার্থী মেয়েকে জোরপূর্বক পাকিস্তানি সেনারা সেদিন গাড়িতে তুলে নেয়। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় সাতক্ষীরার কলারোয়া থানার ঝাউডাঙাতে।
ঝাউডাঙাতে পাকিস্তানি সেনাদের একটি ক্যাম্প ছিল। ক্যাম্পে শুধু নারীনির্যাতনের জন্য তিনটি আলাদা তাবু ছিল। এর একটিতে রেবা রাণী নাথকে বন্দি করে রাখা হয়। প্রতিটি তাবুর মধ্যে ধর্ষণ করার জন্য ৮১০টি বেড ছিল। প্রতি বেডের কাছে ২-৩ জন করে তরুণী থাকত। ৩টি তাবুতে ৫০ জনের মতো তরুণী আটক ছিল, যাদের মধ্যে কয়েকজন ছাত্রীও ছিল। রেবা রাণী ৪ দিন এখানে আটক ছিলেন। এ-সময় বিভিন্ন স্থান থেকে পাকিস্তানি সেনারা গাড়ি ভরে এসে তাবুতে ঢুকে নারীদের ওপর পাশবিক নির্যাতন চালাত। এ ৪ দিনে দুজন নারীকে পাকিস্তানি সেনারা নির্যাতন শেষে গুলি করে হত্যা করে। বন্দি নারীদের অধিকাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়ের। দিনরাত তাদের অর্ধনগ্ন করে রাখা হতো।
এ ক্যাম্পে প্রতিদিন নতুন মেয়েদের ধরে এনে রাখা হতো এবং পুরানোদের রাজাকারদের কাছে পাঠিয়ে দেয়া হতো। চারদিন পর রেবা রাণীকে তুলে দেয়া হয় স্থানীয় এক রাজাকারের কাছে। এ রাজাকার রেবাকে তার বাড়িতে নিয়ে যায়। রাজাকার বিবাহিত ছিল। তার স্ত্রী এবং মা ধর্ষণে বাধা দিতে এলে সে বন্দুক নিয়ে তাদের গুলি করতে যেত। ৩-৪ দিন পর রাজাকারের মা ও স্ত্রীর সহায়তায় রেবা রাণী পালিয়ে ভারতে যান। সেখানে গোলপুকুর শরণার্থী ক্যাম্পে তিনি আশ্রয় নেন।
১৬ই ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হওয়ার কিছুদিন পর রেবা রাণী নিজ বাড়িতে ফিরে আসেন। তখন তিনি ছিলেন ৭ মাসের অন্তঃসত্ত্বা। সরকারের সমাজকল্যাণ দপ্তরের নারী পুনর্বাসন কেন্দ্রে তাঁর গর্ভপাত ঘটানো হয়। [দিব্যদ্যুতি সরকার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!