রেমা চা-বাগান যুদ্ধ (চুনারুঘাট, হবিগঞ্জ)
রেমা চা-বাগান যুদ্ধ (চুনারুঘাট, হবিগঞ্জ) সংঘটিত হয় ১৬ই মে। এতে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের অন্তর্গত রেমা চা- বাগান ভারতের পশ্চিম ত্রিপুরা বাগাইবাড়ি মুক্তিযোদ্ধা ক্যাম্পের সন্নিকটে অবস্থিত। রেমা সংরক্ষিত বনাঞ্চল বেষ্টিত এই চা-বাগান। বাগানের পশ্চিমে খোয়াই নদী ও ছেগানগর গ্রামসহ অসংখ্য জনবসতি। এ এলাকায় প্রায়ই পাকসেনারা টহল দিত। ভারত থেকে মুক্তিযোদ্ধারা রেমা কালেঙ্গা অভয়ারণ্যে এসে পাকসেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করতেন। ১৬ই মে পাকসেনারা রেমার অদূরে চুনারুঘাট আসামপাড়া সড়কের ইসালিয়া ব্রিজ থেকে রেমা চা-বাগানের দিকে অগ্রসর হলে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা মুক্তিযোদ্ধারা পাকসেনাদের লক্ষ্য করে চা-বাগানের টিলার ওপর থেকে মেশিনগানের গুলি ও মর্টার ছুড়তে থাকেন। পাকসেনারাও পাল্টা গুলি-মর্টার ছুড়ে অগ্রসর হতে থাকলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে পাকবাহিনী পিছু হটে এবং মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজ আলী (জগন্নাথপুর, শায়েস্তাগঞ্জ) রেমা ফরেস্ট অফিসের সামনে পাকসেনাদের মর্টার শেলে শাহাদত বরণ করেন। রেমা ফরেস্ট অফিসের সামনেই তাঁকে সমাহিত করা হয়। শহীদ রমিজ আলীর কবর বাঁধাই করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তিনি ‘বীর বিক্রম’ উপাধীতে ভূষিত হন। [ মিলন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড