You dont have javascript enabled! Please enable it!

শরণার্থী শিবিরে নিয়ােগের দাবিতে এন, ভি, এফ কর্মীদের ধর্মঘট
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২১ জুলাই – পশ্চিমবঙ্গ ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক শ্রীসত্যরঞ্জন বেরা জানিয়েছে, সরকারী প্রতিশ্রুতি অনুযায়ী ৩০০ জন পুরাতন এন, ডি, এফ, কর্মীকে শরণার্থী শিবিরে নিয়ােগের দাবিতে এন, ভি, এফ, কর্মীরা গত পরশু থেকে মেদিনীপুর জেলার এন, ডি, এফ, অফিসে ধর্মঘট শুরু করেছেন।
এন, ডি, এফ, কর্মীদের অপরাপর দাবি : এন, ডি, এফ, কর্মীদের ট্রেড ইউনিয়ন অধিকার মেনে নিতে হবে, পুলিশ কর্মচারীরা যে সুযােগ সুবিধা পান তা এন, ডি, এফ কর্মীদের দিতে হবে ; যে সকল এন, ভি, এফ কর্মী পাঁচ বছরের বেশী কাজ করছেন, তাদের স্থায়ী কর্মী হিসেবে গণ্য করা হােক ; বিশ্বকর্মী ব্যাটালিয়নের মত আর একটি নতুন ব্যাটালিয়ন গঠন করা হােক; এন, ভি, এফ কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ; এন, ভি, এফ কর্মীদের বাড়তি ১৫ টাকা দেওয়া এবং বিশ্রাম ও ছুটির নিয়মাবলী প্রবর্তন করা হােক ; অবিলম্বে মেদেনীপুর জেলার কোম্পানী কমান্ডারের অপসারণ চাই।

সূত্র: কালান্তর, ২২.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!