রুথিয়ারপাড় গণকবর (কোটালীপাড়া, গোপালগঞ্জ)
রুথিয়ারপাড় গণকবর (কোটালীপাড়া, গোপালগঞ্জ) গোপালগঞ্জ সদর থানার পূর্ব সীমান্তে এবং শেওড়াবাড়ি বিলের উত্তর প্রান্তে রুথিয়ার পাড় গ্রামে অবস্থিত। এখানে কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধাসহ বহু সাধারণ মানুষকে কবর দেয়া হয়।
রুথিয়ার পাড়ে হেমায়েত বাহিনীর একটি ক্যাম্প ছিল। এ ক্যাম্পের অদূরে গোপালগঞ্জ সদর থানার মাছকান্দি গ্রামের বলবাড়িতে মুক্তিযোদ্ধা কামান্ডার রসিকলাল (ডোমরাশুর) ও কমান্ডার মনি রায় (এলাবাড়ি)-এর ক্যাম্প ছিল। বলবাড়ির মুক্তিযোদ্ধারা ছিলেন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁরা গোপালগঞ্জ থানার বিভিন্ন এলাকার যুদ্ধে অংশগ্রহণ করেন। এ ক্যাম্পে ভক্ত বৈদ্য, দ্বিজবর সরকার, নকুল বৈরাগী, মুকুন্দ লাল রায় ও রবীন্দ্রনাথ অধিকারীসহ ৮০ জনে মতো মুক্তিযোদ্ধা ছিলেন। রুথিয়ার পাড় এবং মাছকান্দির মুক্তিবাহিনী-র ঘাঁটি থেকে হেমায়েতের নেতৃত্বে বিভিন্ন সময়ে যুদ্ধ পরিচালিত হয়। সেসব যুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁদের রুথিয়ার পাড় হেমায়েতের ঘাঁটির পার্শ্বে উঁচু ভিটায় সমাহিত করা হয়। এছাড়া ১২ই অক্টোবর কলাবাড়ি গ্রামে দ্বিতীয়বার গণহত্যায় পাকবাহিনীর হাতে যে সব মানুষ নিহত হয়, তাদেরও এখানে সমাহিত করা হয়। নিমাই ওঝা ও সুভাষ হালদারসহ আরো অনেককেই এখানে কবর দেয়া হয়। [রবীন্দ্রনাথ অধিকারী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড