রামসিদ্ধি বাজার গণহত্যা (গৌরনদী, বরিশাল)
রামসিদ্ধি বাজার গণহত্যা (গৌরনদী, বরিশাল) সংঘটিত হয় ১৫ই মে। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় বেশ কয়েকজন গ্রামবাসী শহীদ হন।
গৌরনদী উপজেলা সদর থেকে প্রায় ৮ কিমি উত্তর-পশ্চিমে রামসিদ্ধি বাজার। হিন্দু অধ্যুষিত এ এলাকায় ১৪ই মে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল লুণ্ঠন এবং নারীধর্ষণ করতে এলে মুক্তিযোদ্ধা অনিল মল্লিক, চিত্ত বল প্রমুখের নেতৃত্বে দোনারকান্দিতে স্থানীয় লোকজন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গৌরনদী কলেজ ক্যাম্পে অবস্থানরত পাকিস্তানি বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় ১৫ই মে রামসিদ্ধি বাজারে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও গণহত্যা চালায়। আতঙ্কে অধিকাংশ মানুষ নিরাপদ আশ্রয়ে গেলে বাজারের পাশে মন্দিরে অবস্থানরত পিতা-পুত্রসহ কয়েকজন সাধারণ মানুষকে তারা হত্যা করে। এ গণহত্যায় ৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হারান শীল (৭০), মধুসূদন ঋষি (৬৫) ও কালাচান ঋষি (২৮) (পিতা মধুসূদন ঋষি)। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড