You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের সাবেক রাষ্ট্রপতি রাম বরণ যাদব - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের সাবেক রাষ্ট্রপতি রাম বরণ যাদব

রাম বরণ যাদব (জন্ম ১৯৪৮) নেপালের সাবেক রাষ্ট্রপতি। তিনি ১৯৪৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি নেপালেরধনুষা জেলার সপহি এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতের কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস, কলকাতা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে ডিসিপি এবং চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ (পিজিআই এমইআর) থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। কলেজে অধ্যয়নকালে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। চিকিৎসক হিসেবে জনকপুরে বেশ কয়েক বছর থাকার পর তিনি নেপালি কংগ্রেস পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি সংসদীয় বোর্ডের সদস্য ও দলের শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি নেপালি কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮০-৮২ সাল পর্যন্ত তিনি নেপালের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী বি পি কৈরালার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১-৯৪ সাল পর্যন্ত নেপালের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে নেপালি কংগ্রেস দলের প্রার্থী হিসেবে তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নেপালে প্রজাতন্ত্র ঘোষণার পর তিনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৩শে জুলাই থেকে ২০১৫ সালের ২৯শে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র রাম বরণ যাদব তাঁর সহপাঠীদের সঙ্গে নিয়ে বিভিন্ন শরণার্থী শিবির-এ গমন করে অসুস্থ শরণার্থীদের চিকিৎসা করেন। আহত মুক্তিযোদ্ধাদেরও তাঁরা চিকিৎসা সেবা প্রদান করেন। মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২ সালের ২৭শে মার্চ ডা. রাম বরণ যাদব-কে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড