You dont have javascript enabled! Please enable it! নেপালের রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী রাম সরণ মাহাত - সংগ্রামের নোটবুক

নেপালের রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী রাম সরণ মাহাত

রাম সরণ মাহাত (জন্ম ১৯৫১) নেপালের রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। তিনি ১৯৫১ সালের ১লা জানুয়ারি নেপালের নুয়াকোট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে এসএলসি, ১৯৭২ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, ১৯৭৯ সালে ভারতের গোখলে ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি নেপালের লমজুং জেলার একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীকালে তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রভাষক ছিলেন। তিনি ১৯৮০ সালে জাতিসংঘে চাকরিতে যোগদান করে ইউএনডিপি-র কাঠমান্ডু, নিউ ইয়র্ক ও পাকিস্তানস্থ অফিসে দায়িত্ব পালন করেন এবং ১৯৯০ সালে চাকরি থেকে ইস্তফা দেন।
সত্তরের দশকের শুরুতে তিনি রাজনীতিতে যোগদান করেন। নেপালি কংগ্রেস দলের সদস্য হিসেবে তিনি ১৯৯৩-২০১৩ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৪ সাল থেকে তিনি ছয়বার অর্থমন্ত্রী নিযুক্ত হন। ২০১৬ সালে তিনি যুক্তরাজ্যের দি ব্যাংকার ম্যাগাজিন কর্তৃক গ্লোবাল এন্ড এশিয়া-প্যাসিফিক ফিন্যান্স মিনিস্টার অব দি ইয়ার ২০১৬- এ ভূষিত হন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী (১৯৯৯-২০০০ ও ২০০৪-০৫) এবং শক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী (২০১০-১১) ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সুলেখক। In Defence of Democracy : Dynamics and Fault Lines of Nepal’s Political Economy তাঁর রচিত একটি উল্লেখযোগ্য পুস্তক।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ড. রাম সরণ মাহাত বাংলাদেশের পক্ষে বিভিন্ন সমাবেশ ও সভা-সমিতিতে বক্তব্য রাখেন। নেপালে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি এবং বাংলাদেশের মানুষকে সাহায্য ও সহযোগিতা প্রদানের বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ ড. রাম সরণ মাহাত-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড