রাজিহার খ্রিস্টানবাড়ি গণকবর (আগৈলঝাড়া, বরিশাল)
রাজিহার খ্রিস্টানবাড়ি গণকবর (আগৈলঝাড়া, বরিশাল) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অবস্থিত। এখানে ৭ জন শহীদের গণকবর রয়েছে।
১৭ই জুন রাজিহার খ্রিস্টানপাড়া গণহত্যার পর রাজিহার হাইস্কুলের শিক্ষক অতুল চন্দ্র বালার নেতৃত্বে স্থানীয় কয়েক ব্যক্তি ৭ জন শহীদের লাশ নৌকায় করে হালদার বাড়ি নিয়ে এসে গণকবরে সমাহিত করেন। তারা হলেন— নরেন হালদার (৪৫) (পিতা গৌরীনাথ হালদার, রাজিহার), স্যামুয়েল হালদার (৪০) (পিতা গৌরীনাথ হালদার, রাজিহার), হরলাল হালদার (৪২) (পিতা গৌরীনাথ হালদার, রাজিহার), টমাস হালদার (২৫) (পিতা নরেন হালদার, রাজিহার), অগাস্টিন হালদার (২০) (পিতা নরেন হালদার, রাজিহার), দানিয়েল হালদার (২২) (পিতা দেবেন্দ্র হালদার, রাজিহার) এবং বিমল হালদার (৪০) (পিতা ভোলানাথ হালদার, রাজিহার)। পরবর্তী সময়ে শহীদদের স্মরণে গণকবরের স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড