You dont have javascript enabled! Please enable it!

রাজারমার দিঘি যুদ্ধ (চৌদ্দগ্রাম, কুমিল্লা)

রাজারমার দিঘি যুদ্ধ (চৌদ্দগ্রাম, কুমিল্লা) একাধিকবার সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এসব যুদ্ধে ১২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। ২৮শে মে ভোরে রাজারমার দিঘি এলাকায় পাকসেনাদের অবস্থানের ওপর মুক্তিযোদ্ধারা গ্রেনেড নিক্ষেপ করলে ৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। এরপর ১০ই জুন লেফটেন্যান্ট মাহবুবর রহমানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা রাজারমার দিঘি ও জগমোহনপুর কাছারিতে হানাদার বাহিনীর অবস্থানের ওপর হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ৮ জন সদস্য নিহত ও ৫ জন আহত হয়৷ ২৮শে নভেম্বর ভোরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাপ্টেন জং তার বাহিনী নিয়ে লাটিমা গ্রামে যায় এবং দুপুরের দিকে ফেনী পালিয়ে যায়। এ খবর ডিমাতলি ওয়ার্কার্স ক্যাম্পে পৌঁছলে জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে ১৬ জন মুক্তিযোদ্ধা জগন্নাথদিঘির ডাকবাংলোর সামনে এসে পৌঁছান। হানাদারদের বিরুদ্ধে এখানকার অভিযানে গণপরিষদ সদস্য এডভোকেট মীর হোসেন চৌধুরী, হাজী আলী আকবর, হাজী জালাল আহমদ, আবদুল আউয়াল প্রমুখ অংশগ্রহণ করেন। [মোতাহার হোসেন মাহবুব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!