রাঙ্গুনিয়া কলেজ দিঘির পাড় বধ্যভূমি ও গণকবর (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম)
রাঙ্গুনিয়া কলেজ দিঘির পাড় বধ্যভূমি ও গণকবর (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু মানুষকে হত্যা করে গণকবর দেয়া হয়।
পাকিস্তানি হানাদার বাহিনী ১৪ই এপ্রিল রাঙ্গুনিয়ায় অনুপ্রবেশ করে রাঙ্গুনিয়া কলেজে ক্যাম্প স্থাপন করে। পাকসেনারা আসার পরপরই ১৫ই এপ্রিল সৈয়দবাড়ী হিন্দুপাড়া, দুর্গাপুর হিন্দুপাড়া, মোগলেরহাট হিন্দুপাড়া, সাবেক রাঙ্গুনিয়া, শান্তিনিকেতন, চন্দ্রঘোনা, শ্যামাপাড়া এবং পরবর্তীতে ১৪ই জুন ধামাইর হাট এলাকায় ব্যাপক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালায়। হানাদার বাহিনী ও রাজাকাররা কোদালা চা বাগানের নিরীহ চা শ্রমিকদের বাড়ি- ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পাকহানাদাররা রাজাকারদের সহযোগিতায় রাঙ্গুনিয়া কলেজ ক্যাম্পে স্থানীয় নিরীহ মানুষদের ধরে এনে ব্যাপক নির্যাতন শেষে গুলি করে হত্যা করত। এখানে পাকহানাদার ও রাজাকারদের দ্বারা বহু নারীকে ধরে এনে ধর্ষণ ও হত্যা করা হয়। নির্যাতন ও হত্যার শিকার বহু নারীর পরিধেয় বস্ত্র স্বাধীনতার পর এখানে পাওয়া যায়। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা রাঙ্গুনিয়া কলেজে পাকহানাদারদের ক্যাম্প ও রাঙ্গুনিয়া কলেজের দিঘির পাড়ে অগণিত মানুষের হাড়গোড় ও মাথায় খুলি দেখতে পান। পাকহানাদার বাহিনী নিরীহ মানুষদের হত্যার পর লাশগুলো দিঘির পাড়ে গর্ত করে কোনোমতে মাটিচাপা দিয়েছিল। [জগন্নাথ বড়ুয়া]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড