রহনপুর উচ্চ বিদ্যালয় বধ্যভূমি (গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ)
রহনপুর উচ্চ বিদ্যালয় বধ্যভূমি (গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অবস্থিত। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক সাধারণ মানুষকে হত্যার পর মাটিচাপা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার এ বি উচ্চ বিদ্যালয়ে পাকবাহিনীর একটি ক্যাম্প ছিল। এ ক্যাম্পকে তারা নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহার করত। এখানে এবং পার্শ্ববর্তী স্থানে অনেককে তারা হত্যার পর গণকবর দেয়। স্থানীয় দালালদের সহায়তায় পাকবাহিনী স্বাধীনতার পক্ষের লোকজন ও তাদের আত্মীয়-স্বজনদের ধরে এ ক্যাম্পে আনত। বিভিন্ন গ্রাম থেকে ধরে আনা নিরীহ মানুষদের স্কুলের বিভিন্ন ঘরে ও ক্যাম্পে আটকে রেখে পৈশাচিক কায়দায় তাদের ওপর নির্যাতন চালাত। তারপর গুলি করে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে বা বুটের আঘাতে নির্মমভাবে হত্যা করত। অনেককে জবাই করেও হত্যা করা হতো। হত্যার পর পাশের ফাঁকা জায়গায় মৃতদেহগুলো মাটিচাপা দিত। এ ক্যাম্পে জীবন্ত ও আধমরা মানুষকেও নরপশুরা মাটিতে পুঁতে রাখত। রহনপুর উচ্চ বিদ্যালয় বধ্যভূমিতে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে অনেককে হত্যা করা হয়। এ স্কুল তখন একটি আতংকের স্থান ছিল। বধ্যভূমি ও গণকবরে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। [মাযহারুল ইসলাম তরু]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড