You dont have javascript enabled! Please enable it!

বীর বিক্রম রমজান আলী

রমজান আলী, বীর বিক্রম (১৯৫৪-১৯৭১) সিপাহি ও শহীদ মুক্তিযোদ্ধা। তাঁর জন্ম ১৯৫৪ সালে ফেনী জেলার পরশুরাম উপজেলার অন্তর্গত সুভার বাজার ইউনিয়নের মির্জানগর গ্রামে।
মুক্তিযুদ্ধের সময় রমজান আলী চট্টগ্রাম ইবিআরসিতে প্রশিক্ষণরত ছিলেন। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর আক্রমণ শুরু করলে তিনি কৌশলে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি রাজনগর সাব-সেক্টরে মির্জানগর, কাউতলী, বিলোনিয়া, মুন্সিরহাটসহ বিভিন্ন যুদ্ধে পাকসেনাদের বিরুদ্ধে বীরত্ব ও সাহসিতকার সঙ্গে লড়াই করেন। ২রা নভেম্বর প্লাটুনের সঙ্গে থেকে সলিয়া দিঘিসহ যাওকচিয়া এলাকায় পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। ৩রা নভেম্বর রমজান আলী সলিয়া নামক স্থানে অস্ত্র-গোলাবারুদ ও সৈন্য বোঝাই একটি ট্রলি আক্রমণ করে সেটি ধ্বংস করেন এবং অনেক পাকিস্তানি সৈন্য হত্যা করে তাদের অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেন। একই দিন অন্য এক অপারেশনে যাওয়ার পথে পাকিস্তানি বাহিনীর এম্বুশে পড়ে তিনি শাহাদত বরণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান ও জীবন উৎসর্গ করায় বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি ছিলেন অবিবাহিত। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!