You dont have javascript enabled! Please enable it! বীর বিক্রম রমিজ উদ্দিন - সংগ্রামের নোটবুক

বীর বিক্রম রমিজ উদ্দিন

রমিজ উদ্দিন, বীর বিক্রম (১৯৪০-১৯৭১) বীর সৈনিক এবং শহীদ মুক্তিযোদ্ধা। তাঁর জন্ম ১৯৪০ সালে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাস্থ জগন্নাথপুর গ্রামে। তাঁর পিতার নাম ফনা উল্লাহ এবং মাতার নাম হাজেরা খাতুন।
১৯৭১ সালে রমিজ উদ্দিন মুজাহিদ বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এদেশে সাধারণ মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার-নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে এবং দেশকে স্বাধীন করার প্রত্যয়ে ২৬শে মার্চ তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। ৩ নম্বর সেক্টরে মেজর কে এম শফিউল্লার নেতৃত্বে তিনি পাকবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৫ই মে সিলেট জেলার চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের কাছে বালুমারা নামক স্থানে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধের এক পর্যায়ে রমিজ উদ্দিন পাকবাহিনীর হাতে ধরা পড়েন। পাকবাহিনী তাঁকে বেয়নেটের আঘাতে হত্যা করে। মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করায় বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ১ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম জুবেদা খাতুন। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড