You dont have javascript enabled! Please enable it! রশিদপুর ঘাট বধ্যভূমি (জামালপুর সদর) - সংগ্রামের নোটবুক

রশিদপুর ঘাট বধ্যভূমি (জামালপুর সদর)

রশিদপুর ঘাট বধ্যভূমি (জামালপুর সদর) জামালপুর সদরে অবস্থিত। পাকসেনারা এখানে বহু সাধারণ মানুষকে হত্যা করে।
স্বাধীনতা যুদ্ধকালে জামালপুর জেলার পৌর এলাকাধীন রশিদপুর ঘাটে পাকসেনারা নির্মম হত্যাকাণ্ড চালায়। এ ঘাট দিয়ে পাকসেনারা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করত। তাদের পথ চিনিয়ে নিয়ে যেত স্থানীয় রাজাকার ও আলবদর বাহিনী। পাকসেনারা এসব অঞ্চল থেকে বহু সাধারণ মানুষকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে এবং মৃতদেহ নদীতে ফেলে দেয়। সেসব মৃতদেহের আর কোনো খোঁজ মেলেনি। রশিদপুর ঘাটে পাকসেনা ও রাজাকাররা নিয়মিত টহল দিত। রশিদপুর এলাকার লোকজন রাতের বেলায় গুলির শব্দে আতঙ্কগ্রস্ত থাকত।
স্থানীয় গ্রামবাসীদের মতে পাকসেনারা নৌকার সাহায্যে রশিদপুর ঘাট দিয়ে ভাবকী, ঝাউগড়া, মাদারগঞ্জ, বালিজুড়ী প্রভৃতি অঞ্চলে নিয়মিত হানা দিত। এসব অঞ্চল থেকে মুক্তিসেনা সন্দেহে তরুণদের ধরে এনে বেয়নেট ও অস্ত্র দিয়ে নির্যাতন শেষে হত্যা করে লাশ নদীতে ফেলে দিত।
স্বাধীনতা যুদ্ধের সময় রশিদপুর ঘাট সংলগ্ন ঝিনাই নদীতে (ব্রহ্মপুত্র নদের শাখা) মুক্তিযোদ্ধারা বিভিন্ন ছদ্মবেশে যাতায়াত করত। রশিদপুর ঘাটে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের গুলি বিনিময় হতো। এ ঘাটে পাকসেনারা মুক্তিযোদ্ধাসহ বহু সাধারণ মানুষকে হত্যা করে। [কায়েদ-উয-জামান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড