You dont have javascript enabled! Please enable it! 1971.05.30 | রথখোলা গণহত্যা (আগৈলঝাড়া, বরিশাল) - সংগ্রামের নোটবুক

রথখোলা গণহত্যা (আগৈলঝাড়া, বরিশাল)

রথখোলা গণহত্যা (আগৈলঝাড়া, বরিশাল) সংঘটিত হয় ৩০শে মে। এতে কয়েকজন নিরীহ গ্রামবাসী শহীদ হন। আগৈলঝাড়া উপজেলা সদর থেকে ৫ কিমি পূর্বদিকে গৈলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রথখোলা। ৩০শে মে গৈলার কমান্ডার কটকস্থল যুদ্ধের একজন সাহসী মুক্তিযোদ্ধা আবদুস সালাম মন্টু দুজন সহযোদ্ধা সঙ্গে নিয়ে গৈলা বাজারে চুল কাটাতে আসেন। স্থানীয় রাজাকার কমান্ডার ওমর আলী, আব্দুল হালিম, মোহাম্মদ আলী প্রমুখ এ খবর পাকিস্তানি ক্যাম্পে পৌঁছে দেয়। খবর পেয়ে গৌরনদী ক্যাম্প থেকে একদল পাকিস্তানি সৈন্য গৈলা বাজারে আসে। তারা মুক্তিযোদ্ধা আবদুস সালামকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে তারা বাজারের পূর্বদিকে মঠের পাশে মাছের ডালি মাথায় ৩ জন মাছ বিক্রেতাকে গুলি করে হত্যা করে। এ-সময় পাকিস্তানি বাহিনী পালপাড়ায় প্রবেশ করে বাড়িঘরে অগ্নিসংযোগ করে। অগ্নিদগ্ধ হয়ে দুজন বৃদ্ধা এবং গণহত্যায় কয়েকজন এলাকাবাসী শহীদ হন, যাদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বিশ্বনাথ দেব (৪৫), নগেন (৩৫), পরেশ (৪০), কেষ্ট পালের মা (৫৫) ও কৃষ্ণ পালের মা (৬০)। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড