বীর বিক্রম রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম, বীর বিক্রম (শহীদ ১৯৭১) শহীদ বীর মুক্তিযোদ্ধা। তাঁর জন্ম ভোলা জেলার অন্তর্গত দৌলতখান উপজেলার লামছিপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে। তাঁর পিতা সেকান্দর আলী এবং মাতা মাছুমা বেগম।
১৯৭১ সালে রফিকুল ইসলাম পাকিস্তান সেনাবাহিনীর জয়দেবপুর সেনানিবাসে হাবিলদার পদে কর্মরত ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ নিরীহ বাঙালিদের হত্যা শুরু করলে তিনি বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ৩ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। তাঁর সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে এম সফিউল্লাহ। তাঁর সাহসিকতাপূর্ণ লড়াইয়ের জন্য ঢাকার পূর্বাঞ্চল সহজেই মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে আসে। তিনি টাঙ্গাইল জেলার কালীহাতিতে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন।
মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ও আত্মোৎসর্গের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ১ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম মমতাজ বেগম। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড