You dont have javascript enabled! Please enable it! 1971.04.13 | রফিপুর গণহত্যা (গোলাপগঞ্জ, সিলেট) - সংগ্রামের নোটবুক

রফিপুর গণহত্যা (গোলাপগঞ্জ, সিলেট)

রফিপুর গণহত্যা (গোলাপগঞ্জ, সিলেট) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। এতে ৬ জন নিরীহ মানুষ শহীদ হন।
ঘটনার দিন গোলাপগঞ্জ থানার বইটিকর নামক স্থানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার জন্য এক যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে এক সময় মুক্তিবাহিনীর প্রতিরোধ ভেঙ্গে পড়লে পুরো গোলাপগঞ্জ পাকবাহিনীর দখলে চলে যায়। বইটিকর যুদ্ধের পর পার্শ্ববর্তী গ্রামগুলোতে হানাদাররা লুটপাট ও হত্যাকাণ্ড চালায়। হত্যা করার উদ্দেশ্যে তারা আওয়ামী লীগ-এর নেতা-কর্মী ও হিন্দুদের খুঁজতে থাকে। বিভিন্ন গ্রামে তারা হত্যাকাণ্ড পরিচালনা করে। রফিপুর গ্রামে তারা ৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। নিহত ব্যক্তিরা হলেন- অমর চন্দ্র পাল, অঙ্গদ চন্দ্র পাল, দুর্যোধন পাল, মতীন্দ্র লাল পাল, সুরেশ চন্দ্র পাল ও বিপিন চন্দ্ৰ পাল। রফিপুর গ্রামের তঞ্জই এবং কালা মিয়া নামের দুই রাজাকার এ হত্যাকাণ্ডে পাকিস্তানি হানাদারদের সহযোগিতা করে। এদিন তারা পার্শ্ববর্তী হরিপুর গ্রামের নরোত্তম পালকেও হত্যা করে। [কাজল কান্তি দাস]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড