You dont have javascript enabled! Please enable it!

রঘুনাথপুর বাজার যুদ্ধ (কচুয়া, চাঁদপুর)

রঘুনাথপুর বাজার যুদ্ধ (কচুয়া, চাঁদপুর) সংঘটিত হয় ৮ই সেপ্টেম্বর। এ-যুদ্ধে কমান্ডার এম এ মতিনসহ ৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ১৪ জন সাধারণ মানুষ নিহত হয়। ঘটনার দিন মুক্তিযোদ্ধারা রঘুনাথপুর বাজারে একত্রিত হন। স্থানটি ছিল মুক্তাঞ্চল। স্থানীয় একজন রাজাকার পার্শ্ববর্তী এলাকার রাজাকার ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের অবস্থানের কথা জানিয়ে দেয়। খবর পেয়ে রাজাকাররা বাজারের পেছন দিয়ে এসে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারাও পাল্টা আক্রমণ শুরু করেন। এক পর্যায়ে তাঁরা রাজাকার বাহিনীর ঘেরাও অতিক্রম করে নিরাপদ স্থানে চলে আসতে সক্ষম হন। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মতিন পজিশন থেকে উঠে না এসে একাই যুদ্ধ চালিয়ে যান। এক পর্যায়ে রাজাকার বাহিনী তাঁকে ঘিরে ফেলে এবং হত্যা করে। তিনি ছাড়া আরো ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এ-যুদ্ধে ১৪ জন সাধারণ মানুষও নিহত হয়। [জহিরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড