You dont have javascript enabled! Please enable it! হরিণাকুণ্ডু উপজেলার স্থানীয় মুক্তিবাহিনী 'রজব বাহিনী' (হরিণাকুণ্ডু, ঝিনাইদহ) - সংগ্রামের নোটবুক

হরিণাকুণ্ডু উপজেলার স্থানীয় মুক্তিবাহিনী ‘রজব বাহিনী’ (হরিণাকুণ্ডু, ঝিনাইদহ)

রজব বাহিনী (হরিণাকুণ্ডু, ঝিনাইদহ) হরিণাকুণ্ডু উপজেলার একটি স্থানীয় মুক্তিবাহিনী। ৪ নং দৌলতপুর ইউনিয়নের হিঙ্গেরপাড়া গ্রামের রজব আলী (পিতা শুকুর মামুদ)-র নেতৃত্বে এটি গঠিত হয়। ঝিনাইদহ সদর থেকে সাধুহাটি হয়ে যে রাস্তাটি হরিণাকুণ্ডুতে প্রবেশ করেছে, তার পশ্চিম পাশে হিঙ্গেরপাড়া গ্রামটি অবস্থিত। এই রাস্তা দিয়ে পাকসেনা ও রাজাকাররা চুয়াডাঙ্গা থেকে হরিণাকুণ্ডু উপজেলায় প্রবেশ করত এবং স্থানীয় রাজাকার ও মুসলিম লীগ-এর কর্মীদের সহায়তায় এলাকার নিরীহ মানুষদের ওপর অত্যাচার করত। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই রজব আলী তাঁর বাহিনী গড়ে তোলেন। এ বাহিনীর সদস্য ছিলেন এডভোকেট আনোয়ার হোসেন, বিসারত আলী, আসমত আলী, শহীদুল জোয়ার্দার, গোলাম কিবরিয়া জোয়ার্দার প্রমুখ। রজব বাহিনীর সদস্যরা সাধারণত আত্মগোপনে থাকতেন এবং সুযোগমতো রাজাকার ও মুসলিম লীগের কর্মীদের ওপর আক্রমণ চালাতেন। এছাড়া রজব বাহিনী হরিণাকুণ্ডু উপজেলার পায়ডাঙ্গার যুদ্ধ, হরিণাকুণ্ডু থানা দখলসহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করে। [জামাল উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড