মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশিত কাদেরিয়া বাহিনী-র সাপ্তাহিক মুখপত্র ‘রণাঙ্গন’
রণাঙ্গন মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশিত কাদেরিয়া বাহিনী-র সাপ্তাহিক মুখপত্র। ‘রণদূত’ ছদ্মনামে কাদেরিয়া বাহিনীর উপ-অধিনায়ক ও বেসামরিক প্রশাসনের প্রধান আনোয়ার উল আলম শহীদ এটি সম্পাদনা করতেন। এর সহ-সম্পাদক ছিলেন ফারুক আহমেদ এবং নূরুল ইসলাম সৈয়দ পত্রিকাটির প্রকাশকের দায়িত্ব পালন করেন। এ পত্রিকার কার্টুন শিল্পী ছিলেন আনিসুর রহমান, মাসুদ ও আব্দুল্লাহ। সংবাদ সংগ্রহ ও লেখার দায়িত্ব পালন করেন মাহবুব সাদিক, বুলবুল খান মাহবুব, সোহরাব আলী খান আরজু, আনিসুর রহমান, নূরুল ইসলাম সৈয়দ, ফারুক আহমেদ, রফিক আজাদ, আজিজ বাঙ্গাল, রহিমা সিদ্দিকী প্রমুখ। জুন মাসের শেষদিকে রণাঙ্গন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সাধারণ মানুষের মনোবল চাঙ্গা রাখতে এবং রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাফল্যের খবরাখবরের ওপর পত্রিকাটিতে বেশি গুরুত্ব দেয়া হতো। তবে যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করা ছিল রণাঙ্গন প্রকাশের অন্যতম প্রধান লক্ষ্য। কাদেরিয়া বাহিনীর হেডকোয়ার্টার্স টাঙ্গাইল জেলার সখিপুরের মহানন্দপুর থেকে প্রকাশিত এ পত্রিকাটিতে ‘সাপ্তাহিক’ কথাটি লেখা থাকলেও এটি ছিল অনিয়মিত। সংগ্রহকৃত একটি সাইক্লোস্টাইল মেশিনে এটি ছাপা হতো। সাইক্লোস্টাইল মেশিনের কাগজ ও কালি ঢাকা থেকে সংগ্রহ করে আনতেন মুক্তিযোদ্ধা মমতাজ খান। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পত্রিকাটি বিভিন্ন কোম্পানির মুক্তিযোদ্ধাদের মধ্যে ও হাটে-বাজারে প্রচার করা হতো। পত্রিকাটির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগণ যুদ্ধের খবরাদি জানতে পারতেন। পত্রিকাটির শেষ পৃষ্ঠার নিচে লেখা থাকত ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও পাবনা সেক্টরের মুক্তিবাহিনীর সদর দপ্তর থেকে প্রকাশিত ও প্রচারিত। প্রীতিমূল্য: ৫০ পয়সা। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড