রতনপুর ঘাট যুদ্ধ (মুজিবনগর, মেহেরপুর)
রতনপুর ঘাট যুদ্ধ (মুজিবনগর, মেহেরপুর) সংঘটিত হয় ১৭ই জুলাই। এতে মুক্তিযোদ্ধারা পিছু হটেন এবং তাঁদের গাইড ধরা পড়েন। পাকসেনারা তাকে হত্যা করে। ইনফরমার ভাদু মণ্ডল (গোপালনগর)-এর মাধ্যমে কমান্ডার সুবেদার আব্দুল মতিন পাটোয়ারীর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের নিকট খবর আসে যে, ১৭ই জুলাই হানাদার বাহিনী গরুর গাড়ি করে নাটুদা ক্যাম্প থেকে রেশন নিয়ে মানিকনগর যাবে। এ খবর পেয়ে সুবেদার আব্দুল মতিন পাটোয়ারী ১৫ জন মুক্তিযোদ্ধার একটি দল নিয়ে একজন সিভিল গাইডের সহায়তায় বাগোয়ান এবং রতনপুর ঘাটের নিকট ওঁৎ পেতে থাকেন। ভোর ৬টার দিকে পাকসেনাদের একটি দল রেশন দিয়ে ফেরার পথে তাঁদের আওতার মধ্যে এলে সঙ্গে-সঙ্গে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ চালান। প্রায় ঘণ্টাখানেক যুদ্ধের পর খবর পেয়ে মানিকনগর এবং নাটুদা ক্যাম্প থেকে পাকসেনারা দ্রুত ঘটনাস্থলে চলে আসে। এমতাবস্থায় মুক্তিযোদ্ধারা পিছু হটে নিরাপদ ঘাঁটিতে ফিরে যান। এ-সময় হানাদারদের হাতে মুক্তিযোদ্ধাদের সিভিল গাইড ধরা পড়েন। ঐদিন বিকেলে পাকসেনারা সিভিল গাইডকে হাত-পা বেঁধে নাটুদা ক্যাম্পে উপস্থিত জনতার সামনে বেয়নেট দিয়ে খুঁচিয়ে-খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে। [মো. জামালউদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড