You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের আলোকচিত্রী ও চিত্র সাংবাদিক রঘু রাই

রঘু রাই, পদ্মশ্রী (জন্ম ১৯৪২) ভারতের আলোকচিত্রী ও চিত্র সাংবাদিক। তাঁর প্রকৃত নাম রঘুনাথ রাই চৌধুরী, কিন্তু তিনি রঘু রাই নামে জনপ্রিয়। তিনি ১৯৪২ সালের ১৮ই ডিসেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের (বর্তমানে পাকিস্তানের অন্তর্গত) জঙ্গ এলাকার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষে তিনি আলোকচিত্র বিষয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন এবং আলোকচিত্রী হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে প্রধান আলোকচিত্রী
হিসেবে তিনি নয়াদিল্লি থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দি স্টেটস্ম্যান পত্রিকায় যোগদান করেন (১৯৬৬-৭৬)। এরপর তিনি চাকরি ছেড়ে ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করতে থাকেন। চিত্র সম্পাদক হিসেবে তিনি কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক সানডে পত্রিকায় কাজ করেন। পরবর্তীকালে আলোকচিত্রী হিসেবে তিনি ইন্ডিয়া টুডে পত্রিকায় যোগ দেন। ওয়ার্ল্ড প্রেস ফটোর নির্ণায়ক সভার সদস্য হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করেন। তাঁর চিত্র বিষয়ক প্রবন্ধ টাইম, জিও, দি নিউ ইয়র্ক টাইমস্, সানডে টাইমস্, ন্যাশনাল জিওগ্রাফিক ও আন্তর্জাতিক অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফ্রান্সের জাতীয় লাইব্রেরিতে (Bibliotheque nationale de France) তাঁর প্রায় ২৫টি আলোকচিত্র স্থায়ীভাবে সংরক্ষিত রয়েছে। আলোকচিত্র শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে বছরের সেরা আলোকচিত্রীর সম্মাননা লাভ করেন। এছাড়াও তিনি অনেক পুরস্কার লাভ করেন। ছবি তোলার পাশাপাশি তিনি বহু সংখ্যক পুস্তক রচনা করেছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে দি স্টেটস্ম্যান পত্রিকার চিত্র সাংবাদিক রঘু রাই রণাঙ্গনের ও শরণার্থী শিবির-এর বহু ছবি তুলে প্রচারমাধ্যমে প্রকাশ করেন। শরণার্থী শিবিরের দুর্দশা নিয়ে তাঁর আলোকচিত্র স্মরণীয় হয়ে আছে। তিনি পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের দুর্লভ আলোকচিত্র ধারণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে আলোকচিত্র শিল্পে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার কর্তৃক তাঁকে ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ রঘু রাই-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!