You dont have javascript enabled! Please enable it!

কেশবপুর উপজেলায় মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘যুদ্ধজয়’

যুদ্ধজয় (কেশবপুর, যশোর) কেশবপুর উপজেলায় মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভটি উপজেলার মঙ্গলকোট বাজারের পাশে হরিহর নদের তীরে অবস্থিত। ২০১৩ সালের ২৬শে মার্চ এর উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে মঙ্গলকোট ব্রিজের নিচে নিহতদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের স্থানীয় দোসররা যে-সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে এখানে হত্যা করেছে, তাদের স্মরণে এ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। স্মৃতিস্তম্ভের নকশাবিদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিপুল কুমার মালাকার। স্মৃতিস্তম্ভটিতে ৩টি স্তম্ভ রয়েছে। স্তম্ভতিনটিকে ১৯৫২ সালের ভাষা-আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। স্মৃতিস্তম্ভের বেদিতে ৮টি ধাপ রয়েছে, যার একটিকে বাংলাদেশ এবং অপর ৭টিকে ৭ জন বীরশ্রেষ্ঠের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। [ঈশিতা আক্তার মুক্তি]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!