You dont have javascript enabled! Please enable it!

যশোর সদর হাসপাতাল গণহত্যা (যশোর সদর)

যশোর সদর হাসপাতাল গণহত্যা (যশোর সদর) সংঘটিত হয় ৪ঠা এপ্রিল। এতে মুক্তিযোদ্ধা, রোগী ও সাধারণ মানুষ মিলে মোট ১১ জন শহীদ হন।
যশোর সদর হাসপাতালের একজন নার্সের বাসায় মুক্তিযোদ্ধাদের যাওয়া-আসা ছিল। মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া ওরফে সোনা মিয়া ছদ্মবেশ ধারণ করে তার বাসায় কাজ করতেন। তাঁর সহযোগী ছিলেন হাসপাতালের এম্বুলেন্স চালক শাহ আলম ও অফিস সহকারী সিরাজুল ইসলাম। বিষয়টি এক সময় প্রকাশ পায় এবং পাকিস্তানের দালাল জনৈক বিহারি খবরটি পাকসেনা ক্যাম্পে পৌঁছে দেয়।
পাকসেনারা ৪ঠা এপ্রিল হাসপাতালে প্রবেশ করে গণহত্যা চালায়। এতে মুক্তিযোদ্ধা, রোগী ও সাধারণ মানুষ মিলে মোট ১১ জন শহীদ হন। শহীদদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন হাসপাতালের অফিস সহকারী সিরাজুল ইসলাম, নার্স সাখাওয়াৎ হোসেন, এম্বুলেন্স চালক শাহ আলম ও চাঁদ মিয়া। অন্য একজন এম্বুলেন্স চালক সিরাজ কোনোরকমে বেঁচে গিয়েছিলেন। শহীদদের নার্সিং ইনস্টিটিউটের পাশে একটি গর্তে গণকবর দেয়া হয়। [মহসিন হোসাইন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!