যশোর সার্কিট হাউস গণহত্যা (যশোর সদর)
যশোর সার্কিট হাউস গণহত্যা (যশোর সদর) সংঘটিত হয় ৪ঠা এপ্রিল। এতে বহু লোক শহীদ হন।
৪ঠা এপ্রিল অতিভোরে পাকিস্তানি সেনাবাহিনী যশোর সেনানিবাস থেকে বের হয়ে যশোর শহরে প্রবেশ করে এবং একাধিক দলে বিভক্ত হয়ে সারা শহরে গণহত্যায় লিপ্ত হয়৷ সাধারণ মানুষ জীবন বাঁচানোর জন্য এদিক-সেদিক ছুটতে থাকে। অনেকে বাঁচার জন্য সার্কিট হাউসে আশ্রয় নেয়। তাদের মধ্যে পুলিশ, ইপিআর, আনসার ও মুক্তিযোদ্ধাও ছিলেন। পাকিস্তানি হানাদাররা সেখানে নিরস্ত্র সৈনিক ও সাধারণ মানুষদের হত্যা করে। সেনাবাহিনী ট্রাকে করে বেশকিছু লাশ শহরতলীর পুলের হাটের কাছে মুক্তেশ্বরী নদীর ঘাটে ফেলে দেয়। কিন্তু নদীতে পানি না থাকায় লাশগুলো ভেসে যেতে পারেনি। তাই হানাদাররা লাশগুলোর ওপর এসিড ঢেলে দিয়ে সেগুলো পুড়িয়ে দেয়। কিছু লাশ সার্কিট হাউসের মধ্যে গর্ত খুঁড়ে মাটিচাপা দেয়া হয়। [মহসিন হোসাইন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড