You dont have javascript enabled! Please enable it! নায়েক সুবেদার বীর প্রতীক মোহাম্মদ হোসেন - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক মোহাম্মদ হোসেন

মোহাম্মদ হোসেন, বীর প্রতীক (মৃত্যু ২০০৫) নায়েক সুবেদার ও একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার গঙ্গাসাগর ইউনিয়নের মোগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম তাহের আলী খান এবং মাতার নাম গোলাপজান বিবি।
মোহাম্মদ হোসেন পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ৭১ সালে তিনি নায়েক সুবেদার পদে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের হত্যায় ঝাঁপিয়ে পড়লে দেশমাতৃকার স্বাধীনতার লক্ষ্যে মোহাম্মদ মোহাম্মদ হোসেন মুক্তিযুদ্ধে যোগ দেন। ২ নম্বর সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ, বীর উত্তম এবং সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আইন উদ্দিন-এর অধীনে তিনি বিভিন্ন স্থানে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন এবং বীরত্ব প্রদর্শন করেন।
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ৪ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম সামসুন্নাহার। ২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড