You dont have javascript enabled! Please enable it!

মৌচাক যুদ্ধ (কালিয়াকৈর, গাজীপুর)

মৌচাক যুদ্ধ (কালিয়াকৈর, গাজীপুর) সংঘটিত হয় ২৩শে অক্টোবর। এতে ৫ জন পাকসেনা নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। তাদের গুলিতে একজন কিশোরী মারা যায়। মুক্তিযোদ্ধারা পাকসেনাদের ৪টি রাইফেল ও ২টি পিস্তল হস্তগত করেন।
কালিয়াকৈর সদর থেকে ১০ কিমি পূর্বদিকে ঢাকা-টাঙ্গাইল রোডে মৌচাকের অবস্থান। এখানে স্কাউটদের বাংলো ছিল। বাংলোতে পাকিস্তানি অফিসাররা প্রায়ই অবস্থান করত। এছাড়া ঢাকা-টাঙ্গাইল রোডে পাকসেনাদের গাড়ির বহরও চলাচল করত। এলাকাটি অনেকটা নিভৃত। গজারি গাছে ভরপুর। ২৩শে অক্টোবর আফছার উদ্দীন বাহিনীর সহকারী কোম্পানি কমান্ডার দেওয়ান মো. সিদ্দিক হোসেন ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ হালকা মেশিনগান ও এলএমজি নিয়ে মৌচাকের অদূরে গজারি বনে বিকেল ৫টায় পাকিস্তানি অফিসাদের উদ্দেশ্যে এম্বুশ করেন এবং স্কাউটদের বাংলোমুখী ৫টি জিপ গাড়িকে লক্ষ করে ঝটিকা আক্রমণ চালান। এ আক্রমণ পাকসেনাদের কাছে অপ্রত্যাশিত ছিল। আক্রমণে একজন অফিসারসহ ৫ জন পাকসেনা ঘটনাস্থলে নিহত হয়। বাকি পাকসেনারা ৩টি জিপ ফেলে দ্রুত পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা সেখানে পৌঁছে ‘জয় বাংলা’ ধ্বনি দিয়ে সিজি ৫ নামক একটি জিপ গাড়ি গভীর জঙ্গলে রেখে আসেন। যুদ্ধে ৪টি রাইফেল ও ২টি পিস্তল উদ্ধার করা হয়। পলায়নরত পাকসেনারা পাগলা মিন্টু মিয়ার কিশোরী কন্যাকে গুলি করে হত্যা করে। মুক্তিসেনারা সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে চলে যান। [মো. মোয়াজ্জেম হোসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!