You dont have javascript enabled! Please enable it! 1971.12.06 | মৌলভীবাজার বড়টিলা যুদ্ধ (মৌলভীবাজার সদর) - সংগ্রামের নোটবুক

মৌলভীবাজার বড়টিলা যুদ্ধ (মৌলভীবাজার সদর)

মৌলভীবাজার বড়টিলা যুদ্ধ (মৌলভীবাজার সদর) সংঘটিত হয় ৬ই ডিসেম্বর। পাকসেনাদের সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর এ-যুদ্ধ হয়। যুদ্ধে উভয় পক্ষে অনেক প্রাণহানি ঘটে। শেষ পর্যন্ত পাকসেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। এ যুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর নেতৃত্ব দেন কর্নেল লক্ষণ সিং। মৌলভীবাজার শত্রুমুক্ত করার জন্য মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সদস্যরা ১লা ডিসেম্বর কর্নেল লক্ষণ সিং-এর নেতৃত্বে আওয়ামী লীগ নেতা মির্জা আজিজ আহমদ বেগকে সঙ্গে নিয়ে কমলগঞ্জ উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। মির্জা আজিজ আহমদ বেগ তাঁদের গাইড হিসেবে কাজ করেন। পথে পাকবাহিনীর একাধিক আক্রমণ প্রতিহত করে তাঁরা ৬ই ডিসেম্বর মৌলভীবাজার উপজেলার কালেঙ্গার প্রায় ২ কিলোমিটার পশ্চিমে পাহাড়ি এলাকা বড়টিলার কাছে আসেন। এখানে পাকবাহিনী ৫০-৬০ গজ দূর থেকে তাঁদের ওপর গুলিবর্ষণ শুরু করে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যোদ্ধারা পাল্টা আক্রমণ করেন। সারাদিন ও রাত উভয় পক্ষ স্ব-স্ব অবস্থানে থেকে প্রচণ্ড শেলিং ও গুলি চালায়। এ-সময় মৌলভীবাজার প্রবেশের সব রাস্তা পাকবাহিনীর দখলে ছিল। ৭ই ডিসেম্বর সন্ধ্যার পর মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারের দিকে অগ্রসর হতে সক্ষম হন। বড়টিলা যুদ্ধে মিত্রবাহিনীর অনেক সদস্য শহীদ হন। অপরদিকে পাকবাহিনীর বহু সৈন্য নিহত হয়। এক সময় যুদ্ধে বিপর্যস্ত পাকসেনারা ‘পরাজয় স্বীকার করে সিলেটের দিকে পালিয়ে যায়। ৮ই ডিসেম্বর ভোরে মৌলভীবাজার সদর হানাদারমুক্ত হয়। [আবদুল হামিদ মাহবুব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড