You dont have javascript enabled! Please enable it!

যশোদল বধ্যভূমি (কিশোরগঞ্জ সদর)

যশোদল বধ্যভূমি (কিশোরগঞ্জ সদর) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের যশোদল গ্রামে অবস্থিত। কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে দক্ষিণ-পূর্বদিকে কিশোরগঞ্জ- নিকলী সড়কে ২ কিলোমিটার দূরে তখন ন্যাশনাল সুগার মিলস (সুগার মিলসের পরিত্যক্ত অফিস ভবনে বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ) ও কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস (বর্তমানে র্যাব-এর অফিস)- এর অবস্থান ছিল। এ দুই প্রতিষ্ঠানের পশ্চিম পাশ ঘেঁষে খরস্রোতা নরসুন্দা নদী প্রবহমান ছিল। এ এলাকা কিশোরগঞ্জ পৌরসভার দক্ষিণ-পূর্বদিকের শেষ সীমানায় যশোদল ইউনিয়নের অন্তর্ভুক্ত। এখন শহর থেকে পায়ে হেঁটে, রিকশায় কিংবা ইজিবাইকে সহজে এখানে যাওয়া যায়। ন্যাশনাল সুগার মিলস ও কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস সংলগ্ন যশোদল গ্রামের জুবেদ বেপারীর বাড়ির কাছে নরসুন্দা নদীর ওপর নির্মিত ব্রিজে পাকিস্তানি হানাদার বাহিনী ৩ দফায় ৮ জন নিরীহ মানুষকে হত্যা করে। আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। এখানে নিহতদের পরিচয় জানা যায়নি এবং বধ্যভূমিটি সংরক্ষণও করা হয়নি। [জাহাঙ্গীর আলম জাহান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!