You dont have javascript enabled! Please enable it! নায়েক সুবেদার, বীর প্রতীক মোজাম্মেল হক - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক মোজাম্মেল হক

মোজাম্মেল হক, বীর প্রতীক (১৯৪৬-২০০০) নায়েক সুবেদার, চট্টগ্রাম ইবিআরসি-তে নতুন সৈনিকদের প্রশিক্ষক, ‘জেড’ ফোর্সের হেভি মেশিনগান অপারেটর ও বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৪৬ সালের ১০ই জানুয়ারি জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম মায়ানি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মনির আহমেদ ও মাতার নাম ছকিনা খাতুন। ১৯৬৪ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। চট্টগ্রাম ইবিআরসি-তে প্রশিক্ষণ শেষে তিনি ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নিযুক্তি লাভ করেন। ৭১-এ মুক্তিযুদ্ধ শুরুর প্রক্কালে চট্টগ্রাম ইবিআরসি-তে ৮ম বেঙ্গলে তিনি নতুন সৈনিকদের প্রশিক্ষণ দান করেন। ২৫শে মার্চ পাকিস্তানি সামরিক বাহিনীর নিরস্ত্র বাঙালিদের ওপর আক্রমণ ও গণহত্যা তাঁকে বিদ্রোহী করে তোলে। তিনি সেখানে প্রাথমিক প্রতিরোধে অংশগ্রহণ শেষে ভারতের তেলঢালায় যান। সেখানে নতুনভাবে ৮ম বেঙ্গলের সেনাদের প্রশিক্ষণ দানে নিজেকে নিয়োজিত করেন। পরবর্তীতে তিনি ‘জেড’ ফোর্সের হয়ে ভারী মেশিনগানার হিসেবে শত্রুর বিরুদ্ধে দুঃসাহসিক যুদ্ধে অংশ নেন। তিনি যেসব যুদ্ধে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন, তার মধ্যে জামালপুরের নকশী বিওপি, সিলেটে ধলই, কুমিল্লার হরেশপুর, রংপুরের চিলমারী বিশেষভাবে উল্লেখযোগ্য।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক নায়েক সুবেদার মোজাম্মেল হককে ‘বীর প্রতীক’ খেতাবে ভুষিত করা হয়। তিনি ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম নাজমা বেগম। ২০০০ সালের ২৭শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। [শেখ সাইয়েদুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড