You dont have javascript enabled! Please enable it! 1971.10.25 | মোকাম টিলা যুদ্ধ (গোলাপগঞ্জ, সিলেট) - সংগ্রামের নোটবুক

মোকাম টিলা যুদ্ধ (গোলাপগঞ্জ, সিলেট)

মোকাম টিলা যুদ্ধ (গোলাপগঞ্জ, সিলেট) সংঘটিত হয় ২৫শে অক্টোবর। এতে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
গোলাপগঞ্জ থানার সুন্দিশাইল গ্রামের মোকাম টিলা নামে পরিচিত একটি ছোট পাহাড়ি স্থানে পাকিস্তানি বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে এ-যুদ্ধ সংঘটিত হয়। ভারতের বারপুঞ্জি ক্যাম্প থেকে এসে ৩৬ জন মুক্তিযোদ্ধার একটি দল মোকাম টিলায় গোপন অবস্থান নেয়। স্থানীয় রাজাকার ঈমান আলী ও অন্যদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫শে অক্টোবর পাকিস্তানি বাহিনী টিলায় আত্মগোপনরত মুক্তিযোদ্ধাদের লক্ষ করে গুলি করলে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। বিপুল শত্রুসৈন্য ও গোলা-বারুদের মুখে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা মোকাম টিলার অবস্থান থেকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। মোকাম টিলা যুদ্ধে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁরা হলেন- অনীল (দেওয়ানদী চা-বাগান, হবিগঞ্জ), শৈলেন (বড় ধামাই চা-বাগান), লুলু মিয়া (শেখপুর, ভাদেশ্বর) ও অজ্ঞাত ২ জন। মুক্তিযোদ্ধা লুলু মিয়াকে পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে আহত অবস্থায় ধরে নিয়ে হানাদাররা নির্মম নির্যাতনের পর গাছে ঝুলিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে। পরে আত্মীয়-স্বজনরা তাঁর লাশ শেখপুর মসজিদের পাশে দাফন করে। [কাজল কান্তি দাস]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড