You dont have javascript enabled! Please enable it! 1971.08.28 | মোগরার বিল গণহত্যা (মোহনপুর, রাজশাহী) - সংগ্রামের নোটবুক

মোগরার বিল গণহত্যা (মোহনপুর, রাজশাহী)

মোগরার বিল গণহত্যা (মোহনপুর, রাজশাহী) সংঘটিত হয় ২৮শে আগস্ট রোববার রাতে। রাজাকারদের সহায়তায় মুক্তিযুদ্ধের পক্ষের বেশ কয়েকজনকে ধরে এনে পাকিস্তানি হানাদার বাহিনী চরম নির্যাতন শেষে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে লাশ বিলের মধ্যে ফেলে দেয়।
কেশরহাট হাইস্কুলের পূর্বদিকে মোগরার বিল অবস্থিত। এর চারপাশ নানা গাছগাছালিতে তখন ভরা ছিল। মুক্তিযুদ্ধের সময় এ স্থানের আশপাশে তেমন জনবসতি ছিল না। এ কারণে এ অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকারদের অবাধ যাতায়াত ছিল। ঘটনার দিন মোহনপুর থানা শান্তি কমিটির সিদ্ধান্তে উপজেলার সাঁকোয়া রাজাকার ক্যাম্পের কমান্ডার আব্দুল মহেতের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের বেশ কয়েকজন মানুষকে ধরে এনে অকথ্য নির্যাতন করা হয়। হানাদার বাহিনী প্রথমে তাদের গাছের সঙ্গে বেঁধে চাবুক মারে। এরপর পায়ের পাতায় পেরেক মেরে গাছের সঙ্গে আটকে রাখে; বেয়নেট দিয়ে খুঁচিয়ে বুক চিড়ে কলিজা বের করে ফেলে। এভাবে নির্যাতন শেষে হত্যা করার পর লাশ বস্তাবন্দি করে গভীর রাতে মোগরার বিলে ফেলে দেয়। মোগরার বিল গণহত্যায় নিহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- মো. শুকুর আলী (পিতা শহরুল্লাহ প্রামাণিক, থানাগ্রাম, খালগ্রাম, বাগমারা), শহীদ ফকির প্রামাণিক (পিতা শহরুল্লাহ প্রামাণিক, থানাগ্রাম, খালগ্রাম, বাগমারা), নগেন্দ্রনাথ (সইপাড়া, মোহনপুর), পিয়ার বক্স (সালন্দি, বাগমারা), সহিবুদ্দিন (সারন্দো, বাকশিমাইল, মোহনপুর), দানবক্স (পিতা কলিম, নারায়ণপাড়া, খালগ্রাম, বাগমারা) ও এনায়েত (আলুপাড়া)। [আখতারুজ্জাহান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড