You dont have javascript enabled! Please enable it!

বীর বিক্রম মো. সহিদ উল্লাহ ভূঁইয়া

মো. সহিদ উল্লাহ ভূঁইয়া, বীর বিক্রম (শহীদ ১৯৭১) নায়েক সুবেদার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা। তাঁর জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শেফালী পাড়ায়। তাঁর পিতার নাম ছফিউল্লাহ ভূঁইয়া এবং মাতার নাম জাহেদা বেগম। তিনি নিজ গ্রামের বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
মো. সহিদ উল্লাহ ভূঁইয়া পাকিস্তান সেনাবাহিনীতে নায়েক সুবেদার পদে সৈয়দপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি ১৯৭১ সালের ২৬শে মার্চ সৈয়দপুর সেনানিবাসের অভ্যন্তরে পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে অংশ নেন। পাকিস্তানিদের আর্টিলারি ফায়ারের মুখে টিকে থাকা কঠিন হয়ে পড়লে তিনি সহযোদ্ধাদের সহ পশ্চাদপসরণ করে প্রথমে ফুলবাড়িয়ায় এবং পরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেন। পরবর্তীতে সেক্টরভিত্তিক যুদ্ধ শুরু হলে তিনি ৭ নম্বর সেক্টরে কাজী নূরুজ্জামানের নেতৃত্বে যুদ্ধ করেন। এ সেক্টরের বিভিন্ন অঞ্চলে পাকসেনা ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর বিরুদ্ধে তিনি প্রবল প্রতিরোধ গড়ে তোলেন এবং তাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দেন। ১৪ই আগস্ট দিনাজপুরের মনোহরপুরে পাকসেনাদের বিরুদ্ধে এক সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।
মো. সহিদ উল্লাহ ভূঁইয়া ১ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম মনোয়ারা বেগম। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!